মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– বর্তমান সরকার দেশের উপকুলিয় অঞ্চলের মানুষের নিরাপত্তায় নদী শাসন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপদ টেকসই বেড়ীবাঁধ নির্মানের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে অনেক জায়গায় এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তবে এ ধরনের প্রকল্পের সফলতা পেতে স্থানীয়দের সহযোগীতা দরকার। নদীর গতিপথ বাধাগ্রস্ত করে নয়, বরং বর্তমান বাস্তবতায় নাব্যতা সৃষ্টি করে পানির স্বাভাবিক স্রোত ধারার সাথে সমন্বয় করে তৈরী করা উপকুল রক্ষা প্রকল্পে সাধারণ মানুষের মতামত গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।
শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পানি সম্পদ মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভা মিলনায়তনে পানি উন্নয়ন বোর্ড আয়োজিত খুলনা জেলার দাকোপ উপজেলাধীন ৩১ নং পোল্ডারের পানি ব্যবস্থাপনা পদ্ধতির পুনরুদ্ধার ও উন্নয়নের সম্ভাব্যতা শীর্ষক সমীক্ষা প্রকল্পের কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। আই ডব্লিউ এম ও সি জি আই এস’র সহযোগীতায় অনুষ্ঠিত মত বিনিময় কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সফি উদ্দিন। অনুষ্ঠানে গেষ্ট অব অনার অতিথির বক্তৃতায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার বলেন, এ ধরনের প্রকল্প গ্রহনের সময় এ অঞ্চলের চাষি মৎস্যজীবিসহ অন্যান্য পেশাজীবিদের কর্মসংস্থান ও উৎপাদন নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্প গ্রহন করতে হবে। তিনি সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, মনে রাখতে এই বাঁধ আমাদের বসবাসের নিরাপত্তা দেবে। সুতরাং কোন ভাবেই অসৎ উদ্দেশ্যে কেউ যাতে ছিদ্র করে বাঁধের ক্ষতি করতে না পারে সে দিকে সকলের দৃষ্টি রাখতে হবে। গেষ্ট অব অনার হিসাবে অন লাইনে যুক্ত হয়ে বক্তৃতা করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, বাপাউবোর অতিরিক্ত মহাপরিচালক মোঃ মনিরুজ্জামান, পাউবোর প্রধান প্রকৌশলী ড. শ্যামল চন্দ্র দাস, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার মন্ডল ও দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে আলোচনা করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার সহকারী প্রকৌশলী প্রদ্যুৎ কুমার মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, চালনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী, শেখ সাব্বির আহমেদ, সাবেক চেয়ারম্যান শেখ আঃ কাদের ও রনজিত কুমার মন্ডল, সাবেক জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, ব্যবসায়ী গৌতম সাহা, কৃষক কমলেশ গোলদার প্রমুখ। কর্মশালার শুরুতে প্রকল্পের ডিজাইনসহ টেকনিক্যাল দিক উপস্থাপন করেন রিচার্জ কনসালটেন্ট সঞ্জিব সরকার শাওন এবং আই ডব্লিউ এম’র পরিচালক রুবাইয়াত আলম। কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বক্তারা প্রকল্প এলাকায় সকল খাল পূনঃখনন, পানি নিষ্কাশনে পর্যাপ্ত গেট নির্মান, চালনা শহর রক্ষা বাঁধ নিশ্চিত করন, বেড়ীবাঁধের উচ্চতা বৃদ্ধি, ভাঙন প্রতিরোধে নদী শাসন ব্যবস্থা, জমি অধিগ্রহনে ভূমি মালিকদের যথাযথ ক্ষতি পূরন, কাজের গুনগত মান নিশ্চিত করনসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আই ডব্লিউ এম কর্মকর্তা সাকিব হোসেন ও ড. রবীন কুমার দত্ত। প্রস্তাবিত প্রকল্পে ৪৮ কিঃ মিঃ বেড়ীবাঁধ সংস্কার, ১.৮ কিঃমিঃ বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মান, ৭৩ টি খাল খনন ও পূনঃখনন, ৪টি ড্রেনেজ রেগুলেটর সংস্কার ও ৬টি পূনঃনির্মান, ১৬টি ফ্লাশিং রেগুলেটর সংস্কার ও পূনঃনির্মান, ভদ্রা নদীর ৭.৭৫ কিঃ মিঃ পূনঃখনন, ১৮ হেক্টর ম্যানগ্রোভ বনায়ন, শিপসার উজান এবং ঝপঝপিয়া নদীর পূনঃখনন করার কথা বলা হয়েছে।