মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-খুলনার দাকোপ উপজেলার বাজুয়া বাজারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি জামায়াতের সকল অপপ্রচার, দূর্নীতি, জঙ্গীবাদও আগুন সন্ত্রাস কার্যক্রমের বিরুদ্ধে, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের লিপলেট বিতরন করেন সাবেক সাংসদ শ্রী ননীগোপাল মন্ডলসহ নেতাকর্মীরা। গণসংযোগ শেষে পথ সভা অনুষ্ঠিত হয়। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাজুয়া বাজারে পথ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য খুলনা -১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ননী গোপাল মন্ডল। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসিত বরণ সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম কামরুজামান। আরো বক্তব্য দেন কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডল, বাজুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন। দাকোপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ রায়, সাবেক চেয়ারম্যান সঞ্জয় কুমার মোড়ল , সাবেক চেয়ারম্যান সমরেশ রায়, শিবেন্দ্রনাথ রায়, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়, গোবিন্দ লাল রায়, শচীন্দ্র নাথ মন্ডল, অমিত সাহা, শ্যামসুন্দর মন্ডল, ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল, নিমাই মন্ডল, মিহির রায়, দেবদাস রায়,পরিতোষ রায়, দিপংকর বৈদ্য, মুরারীমোহন থান্দার, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়, প্রসেনজিৎ রায়, মুরারীমোহন থান্দার, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, আধ্যাপক রঞ্জন রায়, অচিন্ত্য সাহা, অংগদ বাইন, বিশ্বজিৎ রায়, দূর্গপদরায়, প্রভাষ রায়, নিহার রায়, সুধাংশু বৈদ্য, সমরেশ রায়, তাপস হালদার, মলিনা জোয়ার্দ্দার, অধ্যাপক অমুল্য বাছাড় ষুগোল ঘরসমী, সুকৃতি রায়, সুরঞ্জন রায়, সমর বিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার, দেবান্দ মন্ডল যুবলীগ নেতা তন্ময় রায়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।