শিবগঞ্জে জিকে ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মোমিনুল ইসলাম মোমিন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিকে ফাউন্ডেশন এর উদ্যোগে এতিম-অসহায়, দুঃস্থ এবং পথচারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসাথে বলে ইফতার করেন। এছাড়াও উপজেলা জুড়ে আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত মানুষ ও পথচারীদের মাঝে বিতরণ করা হয় ইফতার। জেলার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এমন ইফতারের আয়োজন করছে স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘জিকে ফাউন্ডেশন’।
জানা যায়, শিবগঞ্জের এতিম-অসহায়, দুঃস্থদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে ২০১৬ সালে ‘জিকে ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এর ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন তাঁর আরেক সহোদর পৌর মেয়র ও শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম।
আয়োজকরা জানান, ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে গত ৭ বছর ধরে শিবগঞ্জের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এমন ইফতারের আয়োজন করা হয়। পুরো রমজানজুড়েই ইউনিয়ন ও পৌরসভায় গড়ে ১৫০০ জন করে একমাসে প্রায় ৪৫ হাজার মানুষের ইফতার ব্যবস্থা করা হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, মাসজুড়ে এমন বৃহৎ ইফতার আয়োজনে অনেকেই স্বেচ্ছাশ্রম দেন। বিশেষ করে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টরাই স্বেচ্ছাশ্রম বেশী দেন। ইফতারের রান্না শেষে প্রতিদিন উপজেলার নির্ধারিত ইউনিয়ানে সেগুলো নিয়ে যাওয়া হয়। সবার সম্মিলিত চেষ্টায় প্রতিদিন গড়ে ১৫০০ মানুষের জন্য ইফতারে ব্যবস্থা করছে ‘জিকে ফাউন্ডেশন’।
ভাইস চেয়ারম্যান সৈয়দ মনিরুল ইসলাম জানান, ইফতারে বিরিয়ানি, জিলেপি, বেগুনী, খেজুর সহ বিভিন্ন ধরনের খাবার মানসম্মত খাবার পরিবেশন করা হয়।
বুধবার উপজেলার উজিরপুর ইউনিয়নের সোভান উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ইফতারের আয়োজন চলছে। এতে অংশ নিয়েছেন স্থানীয় বিভিন্ন এতিমখানার শিশুরা, রিকশাচালক, ভ্যানচালক, দুঃস্থ নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। যারা বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তারাও ইফতারের সময় হয়ে যাওয়ায় এখানে আংশগ্রহণ করেন। এমন আয়োজনের স্বেচ্ছাসেবীদের আরও উৎসাহিত করতে প্রতিদিনই উপস্থিত থাকেন এর চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
ইফতারে আসা ভ্যানচালক আতিক ইসলাম বলেন, প্রতিবছরই স্থানীয় অসহায় এতিম ও দুঃস্থদের জন্য এমন আয়োজন করা হয়। এখানে অনেক ভালোমানের খাবার দেয়া হয় ফলে আগতরা তৃপ্তিসহকারে ইফতার করেন বলেও জানান তিনি।
দিনমজুর ইমন আলী বলেন, শুধু ইফতারই নয় বরং করোনাকালেও আমাদের সাহায্য করেছিল ‘জিকে ফাউন্ডেশন’। এমনকি প্রতি ঈদেও জামা কাপড় সহ ঈদ সামগ্রী দিয়ে দুঃস্থদের পাশে থাকেন তারা।