উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার:
নওয়াপাড়া পৌর এলাকায় ব্যবসা করতে হলে নীতিনৈতিকতার সঙ্গে ব্যবসা করতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল হোটেল, রেস্তোরা ও বেকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মাথায় সাদা ক্যাপ ও এপ্রোন পরিধান করতে হবে। রান্নাঘপরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খাবার হতে হবে স্বাস্থ্যসম্মত। প্যাকেটজাত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ থাকতে হবে।
সকল পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। এ সবের ব্যত্যয় ঘটলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। আগামী ০১ অক্টোবর থেকে পৌর কর্তৃপক্ষ অভিযান শুরু করবে। নওয়াপাড়া পৌরসভার অন্তর্গত হোটেল, রেস্তোরা ও বেকারী প্রতিষ্ঠান মালিকগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য আইন সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথি পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত তাঁর বক্তব্যে এ কথা বলেন।
নওয়াপাড়া পৌরসভার আয়োজনে পৌর সভাকক্ষে গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা কর্মশালার উদ্বোধক ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (অ: দা:) ও সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। কর্মশালায় বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন, খুলনা বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সি.এম) ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রানা, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আলীমুর রাজিব। এসময় উপস্থিত ছিলেন, পৌর এলাকার হোটেল, রেস্তোরা ও বেকারী প্রতিষ্ঠানের মালিকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর সমাজউন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান।