মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মুক্তাগাছা পৌরসভার আটানি বাজারে পাইকারি ও খুচরা দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণ করা হয়। এছাড়াও পাইকারি পর্যায়ে আলুর দাম বেশি রাখায় একটি দোকানকে ৫০০০/- টাকা জরিমানা করা হয় এবং অন্যান্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। এবং মহাসড়কে যানবাহন হতে জোরপূর্বক টাকা আদায়ের দায়ে মনিরুজ্জামান (২৮) কে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক এর নির্দেশনা মুক্তাগাছা থানার পুলিশ সদস্যবৃন্দের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।