ফকিরহাট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ২০০১ সালে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপির জনসভায় বোমা হামলার প্রতিবাদে “সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী দিবস” পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মঈন উদ্দীন। বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, সুবীর কুমার মিত্র, সমরেশ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, কোষাধ্যক্ষ শেখ সরোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, দপ্তর সম্পাদক নির্মল কুমার ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম জুলফিকার জুয়েল, সহ-দপ্তর সম্পাদক আবুল আহসান টিটু, ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মো. সুমন মল্লিক, শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম আহবায়ক শেখ শরীফ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় ফকিরহাট বিশ্ব রোডে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত ২২তম সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী দিবসে মানব বন্ধন কর্মসূচীর সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রী কলেজ মাঠে শেখ হেলাল উদ্দিন এমপির জনসভায় বোমা হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১৯ জন নেতাকর্মী নিহত হন এবং শেখ হেলাল উদ্দীন এমপি সহ শতাধীক কর্মী আহত হন। উক্ত ঘটনার বিচারের দাবীতে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ এই দিনটিকে “সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী দিবস” হিসাবে ঘোষণা করেন। #