এস এম আলমগীর চাঁদ ( পাবনা প্রতিনিধি )
পাবনার সাঁথিয়ায় ঠিকাদার কোম্পানির নিকট থেকে বিশ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ।
অভিযুক্ত জামায়াত নেতার নাম সিরাজুল ইসলাম সূর্য্য (ষাট)।
সে উপজেলার ভুলবাডিযা ইউনিয়নের জামায়াত আমীর ।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ডেমরা ব্রীজ নির্মাণকারী ঠিকাদার কোম্পানির নিকট থেকে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে সে এবং তার সাঙ্গ পাঙ্গ । চাঁদার টাকা আদায় করতে তারা ঘটনাস্থলে গেলে এলাকাবাসী তাদের কে ধরে বেদম প্রহার করে । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন এবং উক্ত জামায়াত নেতা সহ ছয়জনকে চাঁদা চাওয়ার অভিযোগে গ্রেফতার করে ।