মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- মোংলার দিগরাজের শান্তি নগর আবাসিক এলাকায় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ অনুষ্ঠিত। ২০২৩ এর ৪ দলীয় ফুটবল খেলা ০৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শান্তি নগর আবাসিক এলাকার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নিছা স্পোর্টস একাদশ বনাম এইচ আর স্পোর্টস একাদশ অপরের মুখোমুখি হয়। খেলায় এইচ আর স্পোর্টস ২-০ গোলে নিছা স্পোর্টস একাদশের বিপক্ষে জয়লাভ করে। বিজয়ী দল এইচ আর স্পোর্টস এর অধিনায়ক বাবুল হোসেন বলেন ভালো খেলা হয়েছে। তাই বলতে চাই গত বছরও ফাইনাল খেলেছি এবারও উঠলাম ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছি সত্যিই খুব আনন্দ লাগছে। বুড়ির ডাবুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন যুবসমাজকে মাদক মুক্ত করার জন্য এলাকাবাসীর এই আয়োজন। কারণ আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই। এতে যুবকরা সুস্থ ও সবল মানুষ হয়ে গড়ে উঠবে। দিগরাজ শান্তি নগর আবাসিক এলাকার ছেলেরা সত্যি খুবই ভালো খেলে। তাদের খেলার প্রশংস্যা করতে হয়। এভাবেই ভালো প্লেয়ার তৈরি হয়ে থাকে। সাথে সাথে তিনি ইউনিয়ন বাসীর সকলকে আগামী দিনে আরো ভালো খেলা দেখার জন্য মাঠে আসার জন্য আহবান জানান। খেলায় উপস্থিত ছিলেন আবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং মাঠে প্রচুর দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।