মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয় পুলিশ কনস্টেবল শুভেন্দু দাসের মাতা অনিমা দাসকে (৬১)। ঘটনার সঙ্গে জড়িত আসামি মোস্তফা শেখকে (৪৮) গ্রেফতারের পর শুক্রবার (৮ সেপ্টেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি একথা জানিয়েছেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ইটটি উদ্ধার করেছে। মোস্তফা পেশায় একজন কাঠমিস্ত্রি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে এর রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ জানায়, নগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্যার মোড়ের (খান মঞ্জিল) ভাড়া বাসায় বসবাস করতেন অনিমা দাস। সেখানে পরিচয় হয় কাঠমিস্ত্রি মোস্তফা শেখের সঙ্গে। তার মাধ্যমে ঘরের কিছু আসবাবপত্রও ঠিক করেন অনিমা। এরই সূত্র ধরে মোস্তফা অর্থ ধার নেন অনিমার কাছ থেকে। সেই অর্থ ফেরত চাওয়ায় বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করেন মোস্তফা। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুণ্ডু বলেন, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার সানকিডাঙ্গা থেকে মোস্তফা শেখকে গ্রেফতার করা হয়। পরে খুলনায় আনার পর তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে আজ তাকে আদালতে পাঠানো হয়।
মোস্তফা নগরীর লবণচরা এলাকায় বসবাস করতেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।