মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে পানখালী গ্রামে মান্না নামে এক যুবক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়,পানখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড পানখালী গ্রামের মিঠু শেখের ছেলে মান্না শেখ(২১) বুধবার বিকেলে নিজ বাড়ী হতে তার ব্যবহত মটরসাইকেল যোগে উপজেলা সদরে আসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পানখালী মমতাজ বেগম স্কুল সংলগ্ন রাস্তায় উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন গাছের গায়ে ধাক্কা খায়। স্থানীয় লোক জন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃতদেহ দেখতে ভিড় জমায়। স্বজনদের কান্নায় ও আহাজারিতে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে।