স্টাফ রিপোর্টারঃ মোঃ ওয়ালিদ মিয়া (অনিক)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪৮ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলার বগিয়া ইউনিয়ন এর আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়৷ এ সময় সেখানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সৎ ও ত্যাগী সহঃ-সভাপতি এবং মাগুরা জেলা পরিষদের সাবেক প্রশাসক জনাব এ্যাডঃ সৈয়দ শরিফুল ইসলাম৷ জনাব এ্যাডঃ সৈয়দ শরিফুল ইসলাম এর নির্দেশনা ও সহযোগিতায় আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রী মহাবিদ্যালয়ে ৬০০+ (প্লাস) বনজ, ঔষধি ও বিভিন্ন প্রকারের ফুল ও ফল এর গাছ লাগানো হয়৷ এই কর্মসূচির সার্বিক আয়োজনে ছিলো বগিয়া ইউনিয়ন ছাত্রলীগ, মাগুরা সদর মাগুরা।
জনাব এ্যাডঃ সৈয়দ শরিফুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মানব জীবনের অস্তিত্ব ও বেঁচে থাকার জন্য “বৃক্ষ” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৃক্ষরোপণ করার মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারি। গাছ আমাদের চারপাশের কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন প্রদান করে। গাছপালা বৃষ্টিপাত হতে সাহায্য করে। তীব্র গরমের সময় ছায়া প্রদান করে। গাছের শিকড় মৃত্তিকা ক্ষয় রোধে আমাদের সাহায্য করে। এছাড়াও গাছ মাটির উর্বরতা বাড়িয়ে তোলে এবং যার ফলে আমরা ভালো ফসল উৎপন্ন করতে পারি।একটি গাছ কাটা হলে সেই জায়গায় তার পরিবর্তে আরো পাঁচটি নতুন গাছ লাগাতে হবে। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর জন্য আহ্বান করেন৷
এসময় সেখানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বগিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, জনাব মীর রওনক হোসেন৷ তিনি বলেন, গাছ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন ভাবে সহায়তা করে। তাও আমরা গাছপালা কেটে ফেলি। যার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা ভবিষ্যতে আরো সংকটের মুখে পড়তে পারি। তাই আমাদের এই পরিবেশ রক্ষার জন্য আমাদের প্রত্যেক কে বৃক্ষ রোপনের উপর জোর দিতে হবে।
এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বগিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মোঃ মিকাইল ইসলাম(আপন), সাধারণ সম্পাদক, মোঃ রিপন হোসেন হৃদয়,
সহঃ সভাপতি, মোঃ রুবেল সর্দার,
মোঃ টিটো মন্ডন, মোঃ ইনসান মোল্লা, মোঃ সিয়াম আহম্মেদ সহ বগিয়া ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ৷
আরও উপস্থিত ছিলেন কলেজের স্যার ও কর্মচারীবৃন্দ।