মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- খুলনার দাকোপের বাজুয়া চড়া নদীতে নৌকা বাইচ দেখার জন্য মাঠ ভরাট ও মঞ্চ নির্মাণের কাজ চলছে। বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায় বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি মহোদয়ের প্রচেষ্টায় আজ মঞ্চ ঢালাই এর শুভ সূচনা করা হলো। সকলে আর্শীবাদ করবেন বাকি কাজ গুলো যেন সুন্দর ভাবে সম্পূর্ণ হয়। ২৫ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার মঞ্চের ঢালাই এর কাজ শুরু হয়। এসকল কাজের পি আই ও এবং সভাপতি শ্যামল কুমার রায় বলেন আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল বাজুয়া চড়ার বাঁধের চড়া নদীতে দীপাবলী উৎসবকে ঘিরে প্রতি বছর দুইদিন ব্যাপী যে পুরুষ ও মহিলা নৌকা বাইচ প্রতিযোগিতা এবং বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তার জন্য একটা মঞ্চ ও নৌকা বাইচ দেখার জন্য গ্যালারি তৈরি করা। সেই স্বপ্ন আজ বাস্তবে রুপদান হতে যাচ্ছে। দাকোপের গর্ব আমাদের লাউডোব ইউনিয়নের মেয়ে আমাদের সকলের আশার প্রদীপ অবহেলিত দাকোপের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্য নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি’র একান্ত প্রচেষ্টায় আজ এখানে মাঠ ভরাট ও মঞ্চ তৈরির কাজ চলছে। এসময়ে উপস্থিত ছিলেন বাজুয়া চড়ার বাঁধ কালি মন্দির কমিটির সাধারণ সম্পাদক ঋষিকেশ হালদার, বাজুয়া আর্য্য হরিসভার কর্মী প্রীতিশ সরকার, প্রবীননেতা কালিশীলসহ এলাকার সুধীজম।