1. holyjannattv@gmail.com : rajib :
  2. admin@amarsangbadpratidin.com : admin :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

দুই দেশের প্রধানমন্ত্রী রেললাইন’র উদ্বোধন করবেন: মোংলায় কেসিসি মেয়র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৮৫ Time View

মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাবেন। সেখান থেকে ভার্চ্যুয়ালী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে উদ্বোধন করবেন খুলনা-মোংলা রেল লাইনও। বুধবার বিকেলে মোংলার দিগরাজ বাজারে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সরকার মোংলা বন্দরের উন্নয়ন করেনি, ওই আমলে মোংলা বন্দরে শুধু কাশবন আর শিয়ালের বিচরণ ছিলো। ১৯৯৬সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ড্রেজিং করে মৃত এ বন্দরকে সচল করেন। সেই সাথে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্ভুদ্ধ করায় এ বন্দরের শিল্প এলাকায় ৫টি সিমেন্ট ফ্যাক্টরী ও ২৩টি এলপিজি ফ্যাক্টরী গড়ে উঠেছে। এখানে ইপিজেড হয়েছে ও অর্থনৈতিক অঞ্চলের কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী ঐকান্তিকতায় মোংলা বন্দরে সাড়ে ৬হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় পদ্মা সেতু হয়েছে, এতে গতি বেড়েছে মোংলা বন্দরের। এছাড়া শেখ হাসিনাই করেছেন রুপসা সেতু ও রবিশালসহ এ অঞ্চলের ১৬টি ব্রিজ। এতো উন্নয়নের কারণ একটাই ‘গ্রাম হবে শহর’, আর প্রধানমন্ত্রী তাই করেছেনও। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু যদি পাকিস্তানের সাথে আপোষ করতেন তাহলে আমরা এ স্বাধীন দেশ পেতাম না। আপোষ করলে বঙ্গবন্ধুকে বার বার কারাগারে ও ফাঁসির মঞ্চে যেতে হতো না। আপোষহীন এ নেতার ঘোষণায় ৯মাসের যুদ্ধে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যার অবদান বঙ্গবন্ধুরই। যুদ্ধকালীন সময়ে মোংলা বন্দরে মাইন পুতে রাখা হয়েছিলো, যাতে কোন জাহাজ আসতে না পারে। এক বছর লেগেছিলো সেই মাইন উত্তোলনে। ভয়াল গ্রেনেড হামলার ঘটনার বিষয়ে তিনি আরো বলেন, রাজাকারের ছেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেছেন, গ্রেনেড হামলায় বিএনপি-জামায়াতের নেতারা জড়িত ছিলেন না। ওই গ্রেনেড হামলা হয়েছিলো হাওয়া ভবনে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে। আর আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে তালুকদার আব্দুল খালেক বলেন, কোন তত্ত্বাবধায়ক সরকার হবেনা, প্রধানমন্ত্রীর অধিনে এবং তার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে। বিদেশীদের ভূগোল পড়ানোতে কোন কাজ হবেনা। মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভার আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সহ-সভাপতি নিখিল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রকাশনা সম্পাদক ও বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীনসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবার ও গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে খাবার বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Amarsangbadpratidin.com
Theme Customized BY Kh Raad (FriliX Group)