এস এম শামীম হাসান নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার অটো-বাইক চালক গোলাম রাব্বানী (৩৫) ‘‘নিখোজ হওয়ার ৪ দিন পর তার মৃতদেহ উদ্ধার’’ করেন পুলিশ। চাঞ্চল্যকর ঐ হত্যাকান্ডের ঘটনায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি চৌকস অভিযানিক দল র্যাব-১৪ এর সহযোগীতা নিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী নাহিদ ও তার সহযোগী তুহিন কে আটক পূর্বক টাঙ্গাইল থেকে নওগাঁতে এনেছেন। সত্যতা নিশ্চিত করে র্যাব কাম্প থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট সকালে র্যাব-৫ এবং র্যাব-১৪ এর যৌথ অভিযানে নওগাঁর মান্দা থানা এলাকায় চাঞ্চল্যকর অটো-বাইক চালক হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী গ্রেফতারকৃত দু’জন হলেন, নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের মজিবর রহমান এর ছেলে নাহিদ হোসেন (১৯)ও পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের কবির হোসেন এর ছেলে তুহিন(২০)। জানা যায়, নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়ন এর সতিহাট শ্রীরামপুর গ্রামের আব্বাস উদ্দিন সরদার এর ছেলে চার্জার ব্যাটারি চালিত অটো-বাইক চালক গোলাম রাব্বানী (৩৫) নিখোঁজ হোন। নিখোঁজের ৪ দিন পর গত ১৮ আগস্ট বিকেলে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সাগরইল বাজার সংলগ্ন গুনদইল খাড়ির ব্রিজ নামক স্থান থেকে পানিতে ভ্রাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন পুলিশ।এরপূর্বে ১৪ আগস্ট প্রতিদিনের মত সকাল ৯ টারদিকে গোলাম রব্বানী নিজ বাড়ি থেকে তার অটো-বাইক নিয়ে বের হোন।
এবং ঐ দিনই বেলা ২টারদিকে
তার মুঠোফোন বন্ধ পায় স্বজনরা এরপর রাতেও বাড়িতে না ফেরার পর পরিবারের লোকজন দিশেহারা হয়ে খোঁজাখুজি শুরু করেন এবং এক পর্যায়ে ১৬ আগস্ট পার্শ্ববর্তী জিগাতলা বাজার ব্রাক ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১৪ আগস্ট সকাল ১০টা ২ মিনিটে নিখোঁজ রাব্বানী তার অটো-বাইক কে একই এলাকার নাহিদ ও তুহিন কে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। এরপর ঐ দিনই সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর আসামী নাহিদ ও তুহিন গা ঢাকা দেন। এঘটনায় অটো-বাইক চালকের পিতা গত ১৭ আগস্ট বাদি হয়ে মান্দা থানায় একটি অপহরনের মামলা দায়ের করেন। পরবর্তীকে নিখোঁজের ৪ দিন পর অটো-বাইক চালক গোলাম রব্বানীর মৃতদেহ উদ্ধার হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এঘটনায় মামলার পর থেকে র্যাব-৫, সিপিসি-৩, এর চৌকস টিম আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে র্যাব তাদের অবস্থান নিশ্চিত করেন এবং হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী নাহিদ ও তুহিন কে গ্রেফতার করতে সক্ষম হয় বলেও জানান র্যাব।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।