চাঁপাইনবাবগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক লাঞ্চিত
মোমিনুল ইসলাম মোমিন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. নাহিদ উজ্জামান (২২) নামে এক সাংবাদিককে লাঞ্চিতের অভিযোগ উঠেছে দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজুর বিরুদ্ধে। মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে শিবগঞ্জ বাজারের আলুপট্টির দক্ষিনে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়ে এ ঘটনা ঘটে।
ওই সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ নিয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়,শিবগঞ্জ বাজার আলুপট্টির দক্ষিনে পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়েছিলেন সাংবাদিক নাহিদ উজ্জামান। এসময় দেখা যায় দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু নেতৃত্তে অবৈধভাবে পুকুর খনন চলছে। সরকারি অনুমতিক্রমে পুকুর করছেন কিনা জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু সাংবাদিক নাহিদ উজ্জামানের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ ধাক্কাধাক্কি করে।
জানা যায়,এ ঘটনার সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতাকে উল্লেখ করে অশ্লীল ভাষা বলেন তিনি। এক পর্যায়ে তার লোকজন নাহিদ উজ্জামানের ব্যবহৃত ভিভো ব্যান্ডের মোবাইল ফোনটি ছিনিয়ে নেই। এসময় সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন,পরবর্তীতে দূর্লভপুর এলাকায় কোন সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকতা করার সাধ মিটাইয়া দিব তোর।
পরে থানায় লিখিত অভিযোগ দেন সাংবাদিক নাহিদ উজ্জামান। এবিষয়ে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন,আমি তাকে মারধর করিনি। পুকুর খননের এখানে আসলে তাকে বলি,আপনার যা ইচ্ছে তা করে নিয়েন।পরে প্রতিবেদকে তিনি বলেন,আপনি কতদূর লেখাপড়া করেছেন? সাংবাদিকতায় পড়েছেন। এমনকি এসময় অশ্লিল ভাষায় কথা বলেন বার বার।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান,থানায় অভিযোগ পাওয়া গেছে। মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সাংবাদিকদের।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক নাহিদ উজ্জামানের অপমান লাঞ্ছিতোর ঘটনার তদন্তপূর্বক সাবেক চেয়ারম্যান রাজু’র বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাকে দ্রুত আইনের আওতার আনার জোর দাবি জানিয়েছেন।