মানবিক এমপি” সালাম মূর্শেদীর কাছে একমাত্র দাবি
শিয়ালী+শেখপুরা খেয়াঘাটে একটা ব্রীজ-
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী+শেখপুরা খেয়াঘাটের দুর্ভোগ কোমাতে পারে একমাত্র খুলনা ৪”আসনের মানবিক এমপি আব্দুস সালাম মূর্শেদী।
উল্লেখিত এই খেয়াঘাট দিয়ে হাজার হাজার জনগণ পারাপার হয়। রূপসা উপজেলা, ফকিরহাট উপজেলা থেকে শিয়ালী দিয়ে ও মোল্লারহাট উপজেলা, গোপালগঞ্জ জেলা থেকে, অপর দিকে তেরখাদা উপজেলা, খুলনা জেলা থেকে ও বিভিন্ন এলাকার জনগণ পারাপার হয়।
তাই জনগণের কথা চিন্তা করে এই ঘাটে একটা ব্রীজ খুবই দ্রুত ভাবে দরকার।