মোংলার মিঠাখালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য ব্যবসায়ীর মৃত্যু।
মোঃ হাফিজুর রহমান ঃ
বাগেরহাটের মোংলায় বিদ্যুৎস্পৃষ্টে সুজিত হালদার (৪৬) নামের এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (১১ আগষ্ট) সকাল সাড়ে ১১টার দিকে মিঠাখালী ইউনিয়নের পূর্ব দত্তেরমেঠ এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহত সুজিত পূর্ব দত্তেরমেঠ গ্রামের মৃত সুধির হালদারের ছেলে।
সরজমিনে গিয়ে জানা যায়, গত শুক্রবার সকালে সুজিত হালদার নিজ ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক হ্যারিকেন মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে চার্জার ব্যাটারি লাগিয়ে সুইচ বোর্ডে হাত দিলে এতে অসাবধানতাবশত হয়ে ছিটকে পড়ে গলায় বৈদ্যুৎতিক তার পেঁচিয়ে যায়।
এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যরত চিকিৎসক বলেন, হাসপাতালে আনার আগেই সুজিত হালদারের মৃত্যু হয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।