স্বামীকে পুলিশ হেফাজত থেকে কোর্টে চালান করতে স্ত্রীর সংবাদ সম্মেলন
জহর হাসান সাগর (সাতক্ষীরা প্রতিনিধি )
সাতক্ষীরার তালা উপজেলাধীন পাটকেলঘাটা থানা পুলিশের হেফাজতে ৩দিন আটক রাখা স্বামীকে কোর্টে চালান করতে স্ত্রী সংবাদ সম্মেলন করেছে তালা প্রেসক্লাবে।
বৃহস্পতিবার ১০ আগষ্ট বিকালে তালা প্রেসক্লাবের পাল মার্কেট স্থল কার্য্যালয়ে উপস্থিত হয়ে লিখিত এক সংবাদ সম্মেলন করেন জেলার কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মোঃ ইয়ার আলীর স্ত্রী তাহমিনা বেগম ও তাদের তিন বছরের কন্যা ইয়ারিন পারভিন।
সংবাদ সম্মেলনে তাহমিনা বেগম বলেন গত ইং ০৭/০৮/২০২৩ তারিখে আমার স্বামী ইয়ার আলী (৪৫), পিতা- আঃ জব্বার তরফদার, গ্রামঃ শংকরপুর, থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা কে বা কাহারা পরিকল্পিত ভাবে পুলিশ দিয়ে খুলনা জেলার কোন এক স্থান থেকে গ্রেফতার করিয়েছে। আমার স্বামী এখন সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন পাটকেলঘাটা থানায় আটক আছে। আমার স্বামী ইয়ার আলীকে ৭/৮/২০২৩ তারিখে গ্রেফতারের পর ৩ দিন অতিবাহিত হলেও এখনো আদালতে চালান করেনি। আমি জানতে পেরেছি আমার স্বামীকে পাটকেলঘাটা থানা পুলিশ অমানষিক টর্চার করেছে। অদ্য ১০/০৮/২০২৩ তারিখে আমার স্বামীর অবস্থা আশংখা জনক থাকায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করিয়ে আমার স্বামীকে পুনরায় পাটকেল ঘাটা থানায় নিয়ে এসেছে । আমাদের একটি ছোট কন্যা সন্তান রহিয়াছে। আমার স্বামী শারীরিক ভাবে অসুস্থ আছে। আমি ও আমার পরিবার আশংখা করিতেছে যে,আমার স্বামী অসুস্থ তার পরো কোন কারনে থানা হেফজতে পুলিশের টর্চারে স্বীকার হয় তাহলে আমার স্বামী মারা যেতে পারে।
আমার স্বামী যদি আইনের চোখে অপরাধী হয়ে থাকে। তাহলে তাকে পুলিশ হেফজত থেকে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে অনুরোধ করছি।
আমি ও আমার পরিবার বাংলাদেশে প্রচলিত আইন মোতাবেক আত্মপক্ষের আত্ম-সমার্পনের ও ন্যায় বিচারের দাবীদার । আমি জেলা পুলিশ সুপার সাতক্ষীরা, বিভাগীয় পুলিশ সুপার খুলনা, পুলিশ হেড কোয়ার্টার ঢাকা, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, ও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি। আমার অসুস্থ স্বামীকে অনতি বিলম্বে পুলিশ হেফজত হইতে আদালতে প্রেরণ করা হউক। অন্যথায় আমি ও আমার স্বামী ন্যায় বিচার হইতে বঞ্চিত হব বলে মনে করি । আমি গ্রেফতার কৃত ইয়ার আলীর স্ত্রী তাহমিনা বেগম ও আমাদের ০৩ বছরের কন্যা ইয়ারিন পারভীন সহ পরিবারের সদস্যরা আমার সাথে উপস্থিত আছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এই নামের একজন আসামীকে ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছে। এবং তাকে অভিযানের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।