মুক্তাগাছায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধে বিট ও কমিউনিটি পুলিশিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ আজ ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন মুক্তাগাছা আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, চুরি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ। এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোঃ আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক আমি ও আমার সঙ্গীয় ফোর্স দিন- রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তিনি বলেন, মাদক, চুরি, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধ করতে হলে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। এছাড়াও পুলিশকে অপরাধ মূলক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ ফয়জুল হাসান ফাহাদ ও প্রীতি রাণী বিশ্বাস। এছাড়াও সকলে একত্রে মাদককে ‘না’ বলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।