এত অর্জনের মধ্যেও আমাদেরকে অন্যদিকে ধাবিত করে রাখতে চায়-পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
এস এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বাংলাদেশ কোন সাধারণ দেশ নয়, বাইরের থেকে এসে আমাদেরকে অনেকদিন নিয়ন্ত্রণ করেছিল। মহান স্বাধীনতা না আসলে আমাদের এত পরিবর্তন হতো না। এত অর্জনের মধ্যেও আমাদেরকে অন্যদিকে ধাবিত করে রাখতে চায়,আমরা সে পথে থাকবো না ও যাবনা। দেশে মতবিরোধ থাকতে পারে তবে শেখ হাসিনার জন্যই আজ দেশে এত পরিবর্তন হয়েছে যা আমাদের জীবদ্দশায় তা আশা করি নাই । একমাত্র শিক্ষাই পারে আমাদেরকে আলোকিত পথে নিয়ে যেতে। প্রত্যেক জেলায় পর্যায়ক্রমে একটি করে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার (৯ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরে ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের শিক্ষাবৃত্তি ও শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।এসময় তিনি আরো বলেন, নবীনগরে হবে কিনা জানি না, তবে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো।
এসময় অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ এর সভাপতিত্বে ও অধ্যাক্ষ ইকবাল হোসেন এর সঞ্চালণায় উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ শাহাগীর আলম, জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,উপজেলা নির্বাহী অফিসার একরামুৃল ছিদ্দিক, সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ্র উপস্থিত ছিলেন।