খুলনার দাকোপে ভুমিহীন ও গৃহহীদের মাঝে জমিসহ ঘর প্রদান
মোঃ শামীম হোসেন- খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) ৯ আগস্ট বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। তারই অংশ হিসেবে দাকোপের কামারখোলা ইউনিয়নে ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়। এ লক্ষ্যে বুধবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খাঁন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার(ভুমি) পাপিয়া সুলতানা, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাসসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের কর্মীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন এদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। তাই এ উপজেলার ৬নং কামারখোলা ইউনিয়নে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ৪২টি উপকারভোগী ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দলিলসহ ২ শতাংশ জমি ও গৃহ প্রদান করা হয়। উল্লেখ থাকে যে ৪২টি পরিবারের মধ্যে সমাজের মুল ধারায় ফেরাতে ২টি জলদস্যু পরিবারকে পূর্নবাসন করা হয়েছে। এ সব পরিবারের প্রতিটি ঘরের জন্য বিদ্যুত সংযোগ এবং ৩ হাজার লিটারের ১টি করে পানির ট্যাংক। প্রতি ১০ পরিবারের ব্যবহারের জন্য ১টি করে টিউবওয়েল স্থাপন করা হয়। জমির কাবুলিয়াত, গৃহ প্রদান সনদ এবং নামজারিরখতিয়ান সরবরাহ করা হয় এবং সেই সাথে ১শত ফলের গাছ প্রদান করা হয়।