জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন সুবিধাভোগীদের বিজনেস স্টার্ট-আপ কিটস বিতরণ
এস এম নূর ইসলামঃ
জিআইজেড বাংলাদেশ বাংলাদেশের নির্বাচিত শহর গুলিতে জলবায়ু অভিবাসী এবং অন্যান্য দুর্বল দরিদ্রদের জীবনযাত্রার অবস্থার উন্নতির জন্য UMIMCC/UMML প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করছে। প্রকল্পটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) দ্বারা অর্থায়ন করা হয়েছে এবং ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (EU) দ্বারা সহ-অর্থায়ন করা হয়েছে,
প্রকল্পটি চরম শহুরে দারিদ্র্য হ্রাসকে ত্বরান্বিত করতে এবং জীবন মান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি সমন্বিত শহুরে জীবিকা পদ্ধতি অনুসরণ করে। যার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনশীল সম্পদের মাধ্যমে ক্ষমতায়ন করা হয় যা তাদের ক্ষুদ্র-ব্যবসা শুরু করতে এবং তাদের দারিদ্র্যের মাত্রা আরও কমাতে উদ্যোক্তা কার্যক্রম বাড়াতে সাহায্য করে। এই সম্পদগুলি তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে বা বিদ্যমান ব্যবসার কর্মক্ষমতা উন্নত করতে সুবিধাভোগীদের সহায়তা করার লক্ষ্যে প্রকল্প দ্বারা প্রদত্ত উদ্যোক্তা দক্ষতা প্রশিক্ষণের স্নাতকদের কাছে বিজনেস স্টার্ট-আপ কিটস বিতরণ আয়োজন করা হয়
উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব তালুকদার আব্দুল খালেক, মাননীয় মেয়র, খুলনা সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
জনাব লস্কর তাজুল ইসলাম, (যুগ্ম সচিব), প্রধান নির্বাহী কর্মকর্তা খুলনা সিটি কর্পোরেশন।,
মোঃ কামরুজ্জামান
অতিরিক্ত পরিচালক, ডি এস এস, ঢাকা
খান মোতাহের হোসেন
উপ-পরিচালক সমাজসেবা অধিদফতরের খুললা
মো. জনাব আবির উল জব্বার,
প্রধান পরিকল্পনা কর্মকর্তা,
খুললা সিটি কর্পোরেশন।
এবং
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন
জনাব আবদুর রহমান, বিভাগীয় পরিচালক, ডিএসএস, খুলনা
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
লিপি শেঠ, সিনিয়র কো-অর্ডিনেটর জিআইজেড বাংলাদেশ , মোঃ আতিয়ার রহমান, রতন মানিক সরকার, সনদ্বীপ মন্ডল, এ্যাডভাইজার, জিআইজেড বাংলাদেশ এছাড়াও সন্মন্বিত সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা, সিডিসি নেতৃবৃন্ধ, এনজিও প্রতিনিধি সন্মন্বিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।