গোপালগঞ্জে এলজিইডির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ শুরু
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলা এলজিইডি’র আয়োজনে রোববার (২৩ জুলাই) বেলা ৩ টায় জেলা এলজিইডি ভবনের সামনে থেকে এলজিইডি’র প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক শোভাযাত্রা বের হয়।
গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. আবু ছায়েদ, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মো. ফয়সাল আহমেদ রকি, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোর্শেদুল হাসান, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল রাশেদী, সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবীর, অঞ্জন কুমার সাহা, জাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী সহিদ আলম ভূঁইয়া সহ এলজিইডি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।