রূপসায়”থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই”জনকে গ্রেফতার,
মোল্লা জাহাঙ্গীর আলম_ খুলনা //
খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামে গত শনিবার ২২ই জুলাই এর সন্ধ্যা সাড়ে ৭টায় আঃ ওহাবের ভাড়াটিয়া বাড়ি থেকে প্লাস্টিকের ড্রামে রাখা পলিথিনে টেপে মোড়ানো ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে রূপসা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ,বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, পুলিশ পরিদর্শক (তদন্ত )মোঃ সিরাজুল ইসলাম, কিসমত খুলনা পুলিশ ক্যাম্প ফাড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন, কনস্টেবল মোঃইমন,মোঃইব্রাহিম, মোঃ সুজনসহ একদল পুলিশ সদস্য নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজির প্যাকেটের ১০টি প্যাকেট মোট ২০ কেজি গাঁজা উদ্ধার সহ দুই”জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন ১”বিল্লাল হোসেন (৪০) পিতা- মৃত হানিফ হাওলাদার, চাঁনমারি বাজার, ৩০ নং ওয়ার্ড, খুলনা ও ২”আলতাফ হোসেন (৫৫) ,পিতা মৃত মোনতাজ উদ্দিন, সাং- নতুন বাজার, চর মসজিদ এলাকা খুলনা।
উক্ত বাড়ির মালিক আঃ ওহাব বলেন,গত ১ মাস আগে ৪ হাজার টাকা মাসিক ভাড়ায় তারা দু’টি রুম ভাড়া নিয়ে ছিলো।
এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দানকারী রূপসা থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রক্রিয়া চলছে।