1. holyjannattv@gmail.com : rajib :
  2. admin@amarsangbadpratidin.com : admin :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবিতে অবহেলায় ধুঁকছে বঙ্গবন্ধুর নামে গড়া উচ্চ শিক্ষার একমাত্র ইন্সটিটিউট 

মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৫২ Time View

বশেমুরবিপ্রবিতে অবহেলায় ধুঁকছে বঙ্গবন্ধুর নামে গড়া উচ্চ শিক্ষার একমাত্র ইন্সটিটিউট

মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কুশলিতে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট হিসেবে কার্যক্রম শুরু করে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ (বিলওয়াবস)। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওতায় এই ইন্সটিটিউটের কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে ইন্সটিটিউটটি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয়। কিন্তু বর্তমানে ইনস্টিটিউটটির বেহাল অবস্থা। ইন্সটিটিউটটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র উচ্চশিক্ষার জন্য গঠন করা হয়,যেখানে এমফিল ও পিএচডি করার সুযোগ থাকলেও প্রশাসনের নির্লিপ্ততা ও গাফিলতিতে উচ্চ শিক্ষার কার্যক্রম অনেকটাই খাতা-কলমে আবদ্ধ।

বঙ্গবন্ধু এন্ড বাংলাদেশ স্টাডিজ কোর্সটি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে বাধ্যতামূলক থাকায় এই ইনস্টিটিউট এর শিক্ষকদের কার্যক্রম যেন শুধু ক্লাস নেওয়ার ভিতরেই সীমাবদ্ধ হয়ে গেছে। পরিচালক নিয়োগে সময়ক্ষেপণ ও যথোপযুক্ত তদারকি এবং সুবিধার অভাবে গবেষণা কার্যক্রমে অংশ নেয়ার তেমন সুযোগ পাচ্ছেন না এই বিভাগের শিক্ষকবৃন্দ। আর যেসব গবেষণা হচ্ছে সেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকদের অধীনে থেকে করা হচ্ছে। ইনস্টিটিউট এর নির্দিষ্ট নিয়মনীতি থাকলেও তা তেমন বাস্তবায়ন হয় না। ইনস্টিটিউট এর স্বতন্ত্র পরিচালক থাকার কথা থাকলেও নেই স্বতন্ত্র পরিচালক। পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনিও বিভিন্ন ব্যস্ততার কারণে সময় দিতে পারেন না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইন্সটিটিউট এর কার্যক্রম প্রশাসনিক ভবন থেকে সরিয়ে পিএচডি ডরমিটরিতে নেয়া হয়েছে। একটি আবাসিক ভবনে ইন্সটিটিউট এর কার্যক্রম স্থানান্তরিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন ইন্সটিটিউটটির শিক্ষকবৃন্দ।

 

এ ব্যাপারে ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক সানিয়া আক্তার বলেন, প্রথমে কুশলীতে কার্যক্রম চললেও পরে প্রশাসনিক ভবনে আনা হয়। আমাদের এটি একটি উচ্চ শিক্ষার ইন্সটিটিউট। এটি একাডেমিক ভবনে নেয়া যেতো। অথচ আবাসিক ভবনে যেতে বলা হলো আমাদের। আমাদের একটা সেমিনার কক্ষ কিংবা বই রাখার জন্য জায়গা প্রয়োজন ছিলো, সেটিও নেই।

এ বিষয়ে ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক সোহানা সুলতানা বলেন, প্রশাসনিক ভবনের ছোট কক্ষে কার্যক্রম পরিচালনা করা খুব কঠিন ছিলো। কিন্তু এখন আবাসিক ভবনে স্থানান্তরিত করার বিষয়টি আরো অসম্মানজনক ও কষ্টকর হয়ে গিয়েছে।

তিনি আরো বলেন,এ ইনস্টিটিউট এর অধীনে মোট ৩ জন পিএইচডি ও ২ জন এমফিল গবেষক রয়েছেন। এছাড়াও বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অথচ এ ইন্সটিটিউটটি বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি অবহেলিত। নির্দিষ্ট সময়ে এডিটোরিয়াল বোর্ড এর মিটিং হয় না। পরিচালক আশ্বাস দিলেও অনেক কিছু বাস্তবায়ন হয় না।

এ ব্যাপারে,উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, একজন পরিচালক নিয়োগ দেয়ার চেষ্টা করছি। পিএইচডি ডরমিটরিতে আরো বড় জায়গা পাবে,কাজ করতে সুবিধা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Amarsangbadpratidin.com
Theme Customized BY Kh Raad (FriliX Group)