চাঁদপুরে পিবিআই এর তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর
চাঁদপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় পিবিআই এর একটি বিশেষ টিম তৎপরতায় চালিয়ে অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে | রবিবার ২রা এপ্রিল পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ ভিকটিম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের চাঙ্গিণীর ৯ নং ওয়ার্ড এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয় | পরে তাকে মেডিকেল পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করা হয় | পিবিআই সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুর এর দরখাস্ত মামলা নং-৫৯/২৩ ভিকটিমকে রাত ৯টায় আসামীগন কর্তৃক অপহরন করা হয় মর্মে বাদী আদালতে অভিযোগ দায়ের করে। মামলার প্রেক্ষিতে পিবিআই এর পুলিশ পরিদর্শক মীর মাহবুবুর রহমান ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান চৌধুরীসহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পিবিআই সূত্রে আরও জানা যায়, এই মামলায় বিবাদীগণ হচ্ছেন কচুয়ার চাঙ্গিনী গ্রামের আঃ মমিনের ছেলে মাসুদ রানা(৩২), মৃত ফজলুল হকের ছেলে আ: মমিন(৪৯) ও আ: রহিম(৪৭)! |