মোঃ রাশিদুল হাসান জিহাদ
মুক্তাগাছা, ময়মনসিংহ প্রতিনিধিঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্য কে ধারণ করে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা থানার কুমার গাঁতা ইউপি’র কানাই বটতলায় চুরি,ছিনতাই,সন্ত্রাস,বাল্যবিবাহ,মাদক বিরোধী জনসচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। স্থানীয় মকবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সত্রাসিয়া,সাতাসিয়া,গর্ন্ধবপুরসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। স্থানীয় বিট ও কমিউনিটি পুলিশং আয়োজিত উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা’র সম্মানিত সাঃ সঃ মোঃ মনিরুজ্জামান । প্রধান অতিথির বক্তব্যে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন,আমি অত্র থানায় যোগদানের পর অতি অল্প সময়ের মধ্যেই ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিঃ পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক সঙ্গীয় পুলিশ অফিসার’স ও ফোর্সের মাধ্যমে দিন-রাত অক্লান্ত পরিশ্রম ও ঝুঁকি নিয়ে আপনাদের সহযোগিতায় চুরি,ছিনতাই,সন্ত্রাস,মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি । তিনি আরো বলেন,মাদক পাচার ও সেবন দু’টোই চুরি ছিনতাই সহ সমস্ত অপকর্মের মূল হোতা । আমি আপনাদের উপস্থিতিতে এই এলাকাকে “মাদকমুক্ত” ঘোষণা করলাম । আপনারা অত্র এলাকার বিট কর্মকর্তাসহ আমাকে যে-কোন সময় তথ্য দিবেন,এই সমস্ত অপরাধের সাথে যে-ই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আসতেই হবে ।
আয়োজনে ছাত্র-শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি,ব্যবসায়ী,রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রশাসনের পাশাপাশি ,প্রতিটি পরিবার ও সমাজকে মাদক,সন্ত্রাসসহ সামাজিক অপরাধমুক্ত রাখতে গেলে বাবা-মাসহ পরিবার সদস্য ও সমাজপতিদের এগিয়ে আসার বিকল্প নেই বলে অভিজ্ঞ মহলের ধারণা ।