গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রকাশ্যে মটর সাইকেল ছিনতাই
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপাল জেলার কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামের মৃতঃ মাখন লাল বালার বাড়ির উঠান থেকে এই মটর সাইকেলটি ছিনতাই হয় বলে জানান মাখন লাল এর পুত্র তপন বালা।
সরেজমিনে গেলে জানা যায়, গত ০২/০৬/২০২৩ ইং শুক্রবার সকঅর ১১টার সময় মনোজিত সরকার তার কিছু সহযোগীদের নিয়ে তপন বালার বাড়ীতে হামলা করে এবং তপনের উঠানে রাখা পালসার মটর সাইকেল ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যপারে ভুক্তভোগী তপন বালা নিরুপায় হয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন মনোজিত সরকারের বিরুদ্ধে । অভিযোগে তপন বালার ছিনতাই হওয়া বাজাজ কালো পালসার গাড়ি দ্রুত উদ্ধার ও অভিযুক্ত মনোজিত এর শাস্তির দবী জানান।