1. holyjannattv@gmail.com : rajib :
  2. admin@amarsangbadpratidin.com : admin :
  3. writers@amarsangbadpratidin.com : Writers :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

রূপসায় প্রতিবন্ধীর নিকট ভূমি অফিসের সার্ভেয়ারের অর্থ দাবি

মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৩৬ Time View

রূপসায় প্রতিবন্ধীর নিকট ভূমি অফিসের সার্ভেয়ারের অর্থ দাবি

মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //

খুলনা রূপসা উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার এর বিরুদ্ধে অর্থ দাবি করার অভিযোগে বিভাগীয় কমিশনার এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে জাবেদ আলী নামে প্রতিবন্ধী।

অভিযোগকারী হলেন আইজগাতী ইউনিয়নের আইজগাতি গ্রামের আফছার আলীর ছেলে জাবেদ আলী।

অভিযোগে জানা যায়,খুলনা জেলার রূপসা উপজেলার ১নং আইজগাতি মৌজার এস এ ৩৭৬ নং খতিয়ানের এস এ ৭৬১,৭৬৯ ও ৭৭৯ নং দাগের০. ৪৭ একর বাস্ত শ্রেণীর জমির ভিপি সম্পত্তির ভিপি লীজ কেস নং ০১/২০০২-২০০৩মূলে আমি দরখাস্তে সাক্ষরকারীসহ ৫জন বাংলা ১৪২৪ সাল পর্যন্ত লীজের টাকা পরিশোধ করিয়া দখলে থাকা অবস্থায় ১৪২৯ সন পর্যন্ত লীজ নবায়নের জন্য সহকারী কমিশনার ভূমি রূপসা বরাবর আবেদন করি।

উক্ত লিজ নবায়নের জন্য নৈহাটি ইউনিয়নভূমি সহকারী কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার ভূমি রুপসা।

সে মোতাবেক নৈহাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গত ১৫/৯/২০২২ ইং তারিখে যথারীতি তদন্ত প্রতিবেদন দাখিল করিয়াছেন এবং উক্ত তদন্ত প্রতিবেদন গৃহীত হওয়ার পর সহকারী কমিশনার ভূমি রূপসা খুলনা তাহার দপ্তরে কর্মরত সার্ভেয়ার আতিকুর রহমানকে ২৮/২/২৩ তারিখের মধ্যে সরজমিনে উক্ত সম্পত্তির সীমানা নির্ধারণের তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

কিন্তু উক্ত ঘুষখোর দুর্নীতিবাজ সার্ভেয়ার আতিকুর রহমান তদন্ত প্রতিবেদন দাখিল না করিয়া কালক্ষেপণ করেন।

পরবর্তীতে প্রতিবন্ধী জাবেদ গত ১৪-৬-২০২৩ তারিখে উপজেলা ভূমি অফিসে গিয়ে সার্ভেয়ারকে আমার উক্ত লীজ কেসের তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ করি।

সার্ভেয়ার জানান যে প্রতিবেদন পাঠাইতে গেলেতো কমপক্ষে তাহাকে ৩০ হাজার টাকা দেওয়া লাগবে।

আমি তাকে অনেক অনুরোধ করিয়াছি যে আমি একজন ভূমিহীন প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধী মানুষ এত টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব।

কিন্তু কোন রুপ অনুরোধ কাজ না হওয়ায় বাধ্য হয়ে বিভাগীয় কমিশনার বরাবরে দরখাস্ত দাখিল করেন জাবেদ আলী।ভূমি অফিসের ঘুষখোর দুর্নীতিবাজ সার্ভেয়ার আতিকুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ১৯জুন ২৩ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন জাবেদ।

এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আতিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।ঐঘটনার কোন ফাইল আমার দপ্তরে তদন্তের জন‍্য আসে নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Amarsangbadpratidin.com
Theme Customized BY Kh Raad (FriliX Group)