খুলনার”পাইকগাছায় নবজাতকের লাশ উদ্ধার
মোল্লা জাহাঙ্গীর আলম -খুলনা //
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় নবজাতকের বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। আজ রবিবার ৯ই জুলাই ২০২৩ এর সকালে রাড়ুলী ইউনিয়নের বাঁকা সেতুর নিচে এলাকাবাসি দেখতে পায় ওই লাশ।
পুলিশ লাশটিকে উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্ত ও ডিএনএ পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, রোবার সকালে রাড়ুলী ইউনিয়নের বাঁকা সেতুর নিচে এলাকাবাসি নবজাতকের বেওয়ারিশ মৃত্যু লাশ দেখতে পায়।
এ সময থানাায় জানালে পুলিশ মৃত্যু বাচ্চাটিকে উদ্ধার করে। কার বাচ্চা সেটি জানা যায়নি।
পরে নবজাতকের লাশটি সুরত হাল শেষে ময়না তদন্ত ও ডিএনএ পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোক লজ্জার ভয়ে কে বা কারা এ বাচ্চাটি মৃত্যু অবস্থায় ফেলে রেখে যেতে পারে। লাশটির ময়না তদন্তের শেষে রোববার দুপুরে আনজুমান মফিদুলে দাফন করা হয়।