খুলনা বিভাগীয় কমিশনার কতৃক স্মার্ট উপজেলা ফকিরহাট পরিদর্শন ও সুধী সমাবেশ।
মো: ওমর ফারুক, বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট জেলার স্মার্ট ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের সুধী সমাবেশ অনুষ্ঠিত।
এদিন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো: হেলাল মাহমুদ শরীফ বেতাগা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
অর্গানিক বেতাগার কৃষি রিসোর্স সেন্টার পরিদর্শন, চাকুলী আশ্রায়ন প্রকল্প পরিদর্শন ও কবি গুরু রবীন্দ্রনাথ সড়কের পাশে তাল গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্ভোদন করেন,
বিকেলে জনাব বিভাগীয় কমিশনার এলাকার সুধী সমাজের সাথে মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়, স্মার্ট উপজেলা ফকিরহাটের চেয়ারম্যান মহোদয়, ইউএনও মহোদয়, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং সুধীজন।