চট্টগ্রামে জটিল রোগে আক্রান্ত মাঝে সহায়তার চেক বিতরণ
মাসুদ পারভেজ
চট্টগ্রামে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন,
চট্টগ্রামে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২২-২০২৩ অর্থবছরের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৯০ জন রোগীকে ৫০ হাজার করে মোট ৪৫ লাখ টাকার চেক বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ তৌহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম।