বাবুল হোসেন বিশেষ প্রতিনিধি
ঢাকার লালমাটিয়া এনজিও ফোরাম হলরোমে, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর আয়োজনে দুই দিন ব্যাপী এক কর্মসালার উদ্ভোদন করেন মোঃ সামছুল হুদা, পরিচালক, এএলআরডি। উপস্থিত ছিলেন উপ পরিচালক রওশন জাহান মনি। ১১ টি পাটনার সংগঠন এর নির্বাহী পরিচালক ও এনিমেটর উপস্থিত ছিলেন। পোগ্রাম কোর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম বলেন ২০০৭ সালে ১১টি পাটনার সংগঠন নিয়ে প্রকল্পটির যাত্রা শুরু হয়। অনেক সফলতা এবং ব্যর্থতা আমাদের রয়েছে। বিগত দিনের ব্যর্থতা থেকে আমাদের অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যেতে হবে।মুবিনুর রহমান বলেন আমরা ১১টার মধ্যে ১০টি সংগঠন পরিদর্শন করতে সমর্থ হয়েছি। বাকি একটি সংগঠন রুলফাও, রাজশাহী অল্প সময়ের মধ্যেই পরিদর্শন করা হবে। মির্জা আজিম হায়দার বিভিন্ন সংগঠনের অগ্রগতি ও চ্যালেন্জ নিয়ে উপস্থাপন করেন। স্ব স্ব সংগঠনের নির্বাহী প্রধান তাদের কর্মকাণ্ড উপস্থাপন করেন।