মুক্তাগাছায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাদেকুল ইসলাম।
ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন হরিনাতলা এলাকার ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের বানারপাড় ব্রীজের পশ্চিম পাশে দেশীয় অস্ত্র-সহ ৪ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে তাদের ৪জন কে গ্রেফতার করলেও ৮জন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অপরাধে বাংলাদেশ পেনাল কোড এর ৩৯৯/৪০২ ধারা মতে মামলা রুজু করা হয়। মামলা নং: ৩৮(৫)২৩, ২৯ মে ২০২৩ ইং।এ বিষয়ে জানতে চাইলে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ বলেন, বেশ কিছু দিন যাবৎ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ডাকাত ও ডলার পাচারকারী চক্র সক্রিয় বিদ্যমান রয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক
উক্ত অভিযান পরিচালনায় ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয় স্থানীয় থানা পুলিশ ফোর্স। ওসি আরো বলেন এহেন অপরাধের সাথে জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার নিমিত্তে মুক্তাগাছা থানা পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।অপরদিকে ভিন্ন ভিন্ন অভিযানে জি-আর পরোয়নাভুক্ত একজন আসামিসহ মোট ৫ জনকে গেলো ১৯/০৫/২০২৩ ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার কৃতরা হলো- মোঃ মিজানুর রহমান (৫০), পিতা- মৃত-হামেদ আলী, মোঃ ইসরাফিল (২৮), পিতা-মোঃ তায়ের আলী, মোঃ আঃ হালিম (২৪), পিতা- মোঃ আঃ হান্নান, সর্ব সাং- কুলুরঘাট থানা- মুক্তাগাছা, জেলা -ময়মনসিংহ, মোঃ তানভীর (২৫) পিতা-চাঁন মিয়া,গ্রাম- মাইজ বাড়ী, থানা- ময়মনসিংহ সদর, জেলা- ময়মনসিংহ। উল্লেখ্য যে, আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় উক্ত ধারা মতে মামলা বিদ্যমান রয়েছে।