বিমান বাহিনীর ব্যবস্থাপনায় পিস কিপার্স ডে রান-২০২৩ অনুষ্ঠিত
মোঃ তোফায়েল আহমেদ ডেক্স রিপোর্ট।
বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ২৯ মে ২০২৩, সোমবার বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। দিবসটি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার, ঢাকা এবং বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এর ব্যবস্থাপনায় এ দিন প্রত্যুষে “পিস কিপার্স ডে রান-২০২৩” অনুষ্ঠিত হয়। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে বিমান বাহিনী বাশার ঘাঁটি আয়োজিত “পিস কিপার্স ডে রান-২০২৩” অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং অবদানের কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিগণ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, সম্মানিত ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যগণ উক্ত পিস কিপার্স ডে রান-এ অংশগ্রহণ করেন।