সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ ফকিরহাট শাখার উদ্যোগে যাকাত ও ক্যাশ ওয়াকফ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
“মাহে রমাদানের অফুরান সওগাত ক্যাশ ওয়াকফ, হজ্জ্ব ও যাকাত”সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফকিরহাট শাখার উদ্যোগে যাকাত ও ক্যাশ ওয়াকফ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয় কর্তৃক এপ্রিল ০১, ২০২৩ ইং তারিখে ব্যাংকের ১৭৯টি শাখার সম্মানীত গ্রাহক, নির্বাহী ও সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে অনলাইন প্লাটফর্মে ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর আলম এর সভাপতিত্বে যাকাত ও ক্যাশ ওয়াকফ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংক ফকিরহাট শাখার সম্মানীত শাখা ব্যাবস্থাপক মোঃ মুহাসিন রেজার পরিচালনায় শাখার কর্মকর্তা যথাক্রমে মোঃ মাহমুদুল হাসান, মোঃ আঃ রহিম, মোঃ সাজেদুল করিম, মোঃ আল- আমীন সহ সম্মানীত গ্রাহক ফকিরহাট ফিড মিলের এমডি আলহাজ্ব নুর ইসলাম ও ব্যবসায়ী হারুন অর রশিদ,শেখ সৈয়দ আলী সহ ব্যাংকের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সকলের মাঝে শাখার পক্ষ থেকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।