মুক্তাগাছার দুল্লা ইউপিতে উন্মুক্ত বাজেট সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
সাদেকুল ইসলাম।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়
দুল্লা ইউনিয়ন পরিষদ উক্ত উম্মুক্ত বাজেট সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন দুল্লা ইউপি চেয়ারম্যান হোসেন আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আয়োজনে বিগত অর্থ বছর (২০২১-২২),চলতি অর্থ বছর (২০২২-২৩) ও আগামী অর্থ বছর (২০২৩-২৪) এর রাজস্ব ও উন্নয়ন খসড়ার খাতওয়ারী প্রকৃত (প্রাপ্তি),সংশোধিত বাজেট (প্রাপ্তি) ও (ব্যয়) এর উপর উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম
বাজেট পর্যালোচনায় প্রধান অতিথি একেএম লুৎফর রহমান প্রস্তাবিত বাজেটের উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদের এই বাজেট জাতীয় বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ ।
তিনি আরো বলেন,ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাজেট বাস্তবায়নে চেয়ারম্যান,সম্মানিত সদস্যবৃন্দ ও জনগণের সম্পৃক্ততার বিকল্প নেই । পরে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ফুল ও সম্মাননা পদক বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উক্ত বাজেট সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র শিক্ষক , ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।