গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা,শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান সাহেব । পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আয়োজনে বিগত অর্থ বছর (২০২১-২২),চলতি অর্থ বছর (২০২২-২৩) ও পরবর্তী অর্থ বছর (২০২৩-২৪) এর রাজস্ব ও উন্নয়ন খসড়ার খাতওয়ারী প্রকৃত (প্রাপ্তি),সংশোধিত বাজেট (প্রাপ্তি) ও (ব্যয়) এর উপর উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম সাহেব । বাজেট পর্যালোচনায় প্রধান অতিথি একেএম লুৎফর রহমান সাহেব প্রস্তাবিত বাজেটের উপর উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদের এই বাজেট জাতীয় বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ । তিনি বলেন,ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাজেট বাস্তবায়নে চেয়ারম্যান,সম্মানিত সদস্যবৃন্দ ও জনগণের সম্পৃক্ততার বিকল্প নেই । পরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ফুল ও সম্মাননা পদক বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত বাজেট সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র শিক্ষক , ইউপি সদস্যবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ।