মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৭ই মে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ মে) সকাল ৯ টায় গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিকেলে রহনপুর ডাকবাংলো প্রাঙ্গণে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস।
সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, রহনপুর পৌর সাধারণ সম্পাদক ও (সাবেক) মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক চুটু মাস্টার, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম (টাইগার), বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, আলিনগর ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান তরিকুল ইসলাম সহ যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ, কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।