আবদুল হামিদ- চকরিয়া
চকরিয়া পৌরসভা বাণিজ্য কেন্দ্রেয় মার্কেটের সামনের গলিতে দিন দিন ছিনতাইকারী, চাঁদাবাজ, পাতারকের উৎপাত দিনদিন বেড়ে চলছে। গতকাল রাত ৮ টার মধ্যে নাঈয়েম উদ্দিন নামের এক মাদ্রাসার ছাত্র থেকে টাকা ও মোবাইল কিছু সন্ত্রাস চাঁদাবাজির চেষ্টা করে পালিয়ে যায়। ছাত্র নাঈয়েম জানায় তার বাড়ী রামু বাইপাস আমতলী ইয়া পাড়া গ্রামে ঠান্ডা মিয়ার ছেলে তিনি পটিয়া মাদ্রাসায় লেখাপড়া করে চকরিয়া তার এক বন্ধুর কাছে বই নেওয়ার জন্য আছেন চকরিয়ায় নিউ মার্কেটের সামনে এক বিকাশের দোকান থেকে তিন হাজার টাকা তুলে টাকা তোলার পর পরেই তার পাশে একটি মহিলা ও তিন চারজন সন্ত্রাস ও চাঁদাবাজ নাঈয়েম কে অনেকক্ষণ থেকে ফলো করছে টাকা তোলার সাথে সাথে তার কাছ থেকে টাকা ও মোবাইল নেওয়ার চেষ্টা করে তাৎক্ষণিক তিনি রাস্তার পূর্ব পাশে কাজী মার্কেটের মধ্যে ঢুকে পড়ে একটা দোকানে ঢুকে যায় নাঈয়েম আরো জানায় তাদের কে টাকা যদি না দাও মহিলা কে দিয়ে হোটেলে দুই নম্বরি করেছো বলে ফাঁসানো হবে। চকরিয়া প্রশাসন জনপ্রতিনিধি ও চকরিয়া ব্যবসায়ীরা উদ্যোগ না নিলে মফস্বল এলাকা থেকে ক্রেতারা চকরিয়া মার্কেটিং করতে আসা অনেক বিপদজনক অবস্থায় পড়বে। মার্কেটের সামনে অলিগলিতে প্রতিদিন ঐ চক্র চাঁদাবাজ সন্ত্রাসীরা একটা একটা অঘটন ঘটাতেই থাকে এমনকি মফস্বল থেকে বিয়ে বাজার করতে আসলে মহিলার ব্যাগ থেকে টাকা মোবাইল হাতিয়ে নিয়ে যায়, জনসাধারণ ও ক্রেতাদের দাবি ঐ চক্র চাঁদাবাজ দের চকরিয়া প্রশাসনের মাধ্যমে তাদের কে আইনের আওতায় এনে শাস্তি ও গ্রেপ্তার করার দাবি। মার্কেটের অলিগলিতে সিসি ক্যামরা স্থাপন। মার্কেটকেন্দ্রিক ডিউটি পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপনের জানাচ্ছে ব্যবসায়ী মহল।