মায়ের মামলায় ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মাসুদ পারভেজ
মায়ের মামলায় ছেলেসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা,
মারধর করে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগে চট্টগ্রামে মায়ের করা মামলায় ছেলেসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার (১৫ মে) সকালে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমি এ পরোয়ানা জারি করেন।
এর আগে চট্টগ্রামের হাটহাজারীর আমেনা বেগম নামের এক ভুক্তভোগী তার ছেলে মঞ্জুর মোর্শেদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৪৪৮, ৪২৭, ৩২৩, ৩২৪, ৩৭৯, ৩০৭ এবং ৫০৬(২) ধারায় অভিযোগ করা হয়। পরে শুনানি শেষে আদালত ভুক্তভোগীর ছেলে মঞ্জুর মোর্শেদ, তার সহযোগী সানজিদ ও জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
ভরণ-পোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা
জেলা পিপি বলেন, হাটহাজারীর ভিকটিম আমেনা বেগম তার ছেলেসহ ছয়জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি, জোরপূর্বক দখল এবং মারামারির অভিযোগে মামলা করেছেন। আদালত ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত মামলাটি আমলে নিয়ে বাদীর ছেলেসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
পিপি বলেন, এর আগে বাদীর স্বামীও তার ওই ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। ওই মামলাটিও এখনো তদন্তাধীন রয়েছে।