ঝালকাঠি’তে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
আজ ১৯:০০-২০:৩০ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলা শহরস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত ০৭ মে ২০০৭ তারিখ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের জরুরী অবস্থা উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আলোচনা সভা (৮০/১০০) অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব সরদার মোঃ শাহ আলম, সভাপতি, জেলা আওয়ামী লীগ, ঝালকাঠি।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়া, তারা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনসহ দেশের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অবদান তুলে ধরেন।