চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ০১
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা জনাব মোহাম্মদ আবদুল আলীমের নেতৃত্বে এসআই (নিঃ)/সুমন্ত বিশ্বাস, এএসআই (নিঃ)/বিজন কুমার ভট্টাচার্য, এএসআই (নিঃ)/মোঃ আবেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৭.০৫.২০২৩ খ্রিঃ তারিখ ১৫:৪০ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন পুটিমারী গ্রামস্থ জনৈক শাহীন উদ্দিনের বাড়ীর সামনে রাস্তার উপর হতে আসামী ১) অর্জুন কুমার রাজবংশী(২৫), পিতা-শৈলেন রাজবংশী, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে ২০০ (দুইশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।