ঝালকাঠি’তে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
আজ ০৬/০৫/২০২৩ তারিখ ১৯৩০-২০৩০ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলা শহরস্থ জাতীয় পার্টির কার্যালয়ে জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে বর্ণিত পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা (২০/২৫) অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু, সভাপতি, জেলা জাতীয় পার্টি, ঝালকাঠি এবং সভায় সভাপতিত্ব করেন কবির হোসেন আকন, সভাপতি, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, ঝালকাঠি।
এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পার্টি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয় সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সুআচরণ, ভালোবাসা ও গঠনমূলক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।