মতলবে জজ নগর কল্যান ট্রাষ্ট্রের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর ঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় জজ নগর কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ৫ শ গরীব,এতিম, ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে |
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার দুই বারের সাবেক সফল মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ প্রতিষ্ঠিত করেন জজ নগর | প্রতিবছরের মতো এ বছর ও গত কাল শনিবার ১৬ ই এপ্রিল ছেংগারচর পৌরসভার বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মী ও ৫শ হতদরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ উপহার (শাড়ি,লুঙ্গি,থ্রিপিস) বিতরণ করা হয়।
এসময় ছেংগারচর পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আঃ সাত্তার বাবু, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোঃ আল-আমিন সরকার, ছেংগারচর পৌর আ’লীগের ৫নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোঃ মোসলেম দেওয়ান, ছেংগারচর পৌর মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মিল্লাতুনেছা মিলি, সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শিউলী বেগম, পৌর কৃষকলীগের সভাপতি শরবত আলী মেম্বার, পৌর কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম সিকদার, পৌর যুবলীগ নেতা মারফত আলী মজুমদার, জজ নগর কল্যান ট্রাষ্ট এর সুপার ভাইজার মাহফুজুর রহমান মিরাজ প্রমূখ উপস্থিত ছিলেন। এসব তদারককারী ছেংগারচর পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আঃ সাত্তার বাবু বলেন, প্রতি রমজান মাসেই জজনগর কল্যাণ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজের পক্ষ থেকে ৫শ কার্ডধারী গরীব,দুস্থ, ও এতিম পরিবারের মাঝে ঈদ উপহার শাড়ি,লুঙ্গি,থ্রিপিস বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবছরও রমজানে এসব ঈদউপহার বিতরণ করা হয়েছে।