জিহান বিশেষ প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী টিপু চেয়ারম্যান গাটা হইতে মৌলভী পাড়া প্রাইমারি স্কুলের সংযুক্ত সড়কটি ভয়াবহভাবে ভেঙে পড়ছে। টঙ্গবতী খালের পাড় ঘেঁষে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি দিনের পর দিন ধ্বংসপ্রাপ্ত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
এই সড়ক দিয়েই প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এবং স্কুল-মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তাটি একমাত্র সংযোগ পথ হওয়ায়, এলাকাবাসী প্রতিনিয়ত চরম দুর্ভোগের মধ্যে পড়ছে।
এলাকাবাসীরা জানান, রাস্তাটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি একাধিকবার উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তাই এলাকাবাসীর পক্ষ থেকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানানো হচ্ছে, যেন দ্রুত এই সড়কটির মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয় এবং স্থানীয় জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা যায়।
—