পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে বাজার মনিটরিং।
মোমিনুল ইসলাম মোমিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আজ ১৫ এপ্রিল ২০২৩ পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ-এর পক্ষ থেকে নিউমার্কেটসহ বিভিন্ন মুদি দোকানে ও কাঁচাবাজারে বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিং-য়ে নেতৃত্ব দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশিকুর রহমান।
এসময় বিভিন্ন ব্যবসায়ী ও দোকান মালিকগণকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করতে, আগত ক্রেতাগণকে হয়রানি না করতে, পণ্যের গুণগত মান বজায় রাখতে, পঁচা/মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় না করতে, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি মজুত না করার জন্যও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।