রহনপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্মানাথে ইফতার মাহফিল
মোমিনুল ইসলাম মোমিন,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ রমজান, ১৪ এপ্রিল) বাংলা নববর্ষের শুভদিনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নূরী। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারী কর্মকর্তা, সুধী,পৌর কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।মোনাজাত পরিচালনা করেন রহনপুর বাজার মসজিদের ইমাম মোঃ মনিরুজ্জামান।