বান্দরবান জননন্দিত মেয়ের মোহাম্মদ ইসলাম বেবী চলে গেলেন না ফেরার দেশে
রাসেল চৌধুরী – বান্দরবান
বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী আমাদের মাঝে আর নেই। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৬টার সময় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৯ বছর।
জানা যায়, শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট এ রাখা হয়। দীর্ঘ সময় লাইফ সাপোর্ট এ রাখার পর শনিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শনিবার বিকাল ৫টায় বান্দরবান ঈদগাহ মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
এদিকে মেয়রের মৃত্যু খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ চারিদিকে ছড়িয়ে পড়লে আ’লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, তিনি জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি বান্দরবান জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এবং বান্দরবান পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বরত ছিলেন।