বাবুল হোসেন, বিশেষ প্রতিনিধি: নাজমুল হাসার এর তথ্য মতে, গত ৫ই আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন এর দিন মুক্তাগাছার মানকোন ইউনিয়ন এর তেগুরি গ্রামের মো: ফরহাদ হোসেনের বড় ছেলে সামিদ হোসেন গণভবন যাত্রা শেষে ফেরার পথে উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হন। পরদিন ৬ই আগস্ট সামিদকে তার নিজ বাড়ী মানকোনের তেগুরি তে দাফন করা হয়।
সামিদ পরিবারের অগোচরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয় ছিলেন৷ আন্দোলনের অংশ হিসেবে ৫ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সামিদ কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র। সামিদের পিতা ফরহাদ হোসেন জানান- প্রথম দিকে সামিদ কে আন্দোলনে যেতে তিনি বাধা দিলেও পরবর্তীতে ৫ই আগস্টের লং মার্চে তিনি নিজেও যুক্ত হয়েছিলেন।
ফরহাদ হোসেন তার ছেলে শহীদ সামিদ হোসেন কে রাষ্ট্রীয় স্বীকৃতি দানের দাবি জানান।